'পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ' বিংশ শতাব্দীর প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.) প্রতিষ্ঠিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক, মানবিক, আধ্যাত্মিক ও দাওয়াতি সংগঠন। এই সংগঠন নির্ভেজাল মানবিক ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে ব্যক্তি ও সমাজ গড়ার আন্দোলন। এ সম্পর্কে সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. বলেন, পাশ্চাত্যের ভোগবাদী জীবনদর্শন মানুষের আত্মার উন্নয়ন করতে না পারায় বিশ্ব আজ ভয়াবহ নৈতিক ও মানবিক সংকটে নিমজ্জিত। যুদ্ধ, হানাহানি, হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতা ও বিভাজনে জর্জরিত এ পৃথিবী। এ পরিস্থিতি থেকে মানবতার মুক্তির একমাত্র পথ হলো তাদের সামনে সেই আধ্যাত্মিক পয়গাম তুলে ধরা, যা নবী-রাসূলগণ প্রচার করেছেন। সেই পয়গামকে একটি সর্বজনীন সামাজিক আন্দোলনের রূপ দিতে মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. ১৯৫১ সালে অনানুষ্ঠানিকভাবে এবং ১৯৭৪ সালে আনুষ্ঠানিকভাবে ভারতের ইলাহাবাদে এক আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের মাধ্যমে ‘পয়ামে ইনসানিয়াত’ (মানবতার ডাক) নামক সংগঠনটির গোড়াপত্তন করেন